নিজস্ব সংবাদদাতা,মালদা : দুলাল সরকার হত্যাকান্ড, রাতভর জিজ্ঞাসাবাদ ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর, বর্তমান মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে তারা এখনো রয়েছেন ইংরেজ বাজার থানাতে। মঙ্গলবার বেলা একটা থেকে জিজ্ঞেসাবাদ শুরু হয় এখনো চলছে জিজ্ঞেসা বাদ।
উল্লেখ্য গত ২রা জানুয়ারি মালদায় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা দুলাল সরকার। শুট আউট করে তোকে হত্যা করা হয়। এখনো পর্যন্ত তৃণমূল নেতা খুনের ঘটনায় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও এখনও অধরা বাবলু যাদব এবং রোহন রজক নামে দুজন। বাবলু এবং রোহনের সন্ধান পেতে ইতিমধ্যে ২ লক্ষ টাকা ঘোষণা করেছে মালদা পুলিশ।
