শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোটা বাংলাদেশে ৩৪টি মণ্ডপে ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরিসহ অপ্রীতিকর নানা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৪টি সাধারণ ডায়েরি এবং ১০টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। ১ থেকে ২৮ সেপ্টেম্বর সময়ে এসব ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, পূজাকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে।

যে কোনো ধরনের অশুভ কার্যক্রম কঠোর হস্তে দমন করতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে সারা বাংলাদেশে মাঠে নেমেছেন ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য, ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য, সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি এবং ৮০ হাজার স্বেচ্ছাসেবী।