দূর্গাপূজা চলাকালীন সাধারণ মানুষের সুবিধার্থে জরুরী পরিষেবা চালু রাখবে কোচবিহার পৌরসভা। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই সময় কোচবিহার পৌরসভা সাধারন মানুষের পরিসেবা দিয়ে আসে। সরকারি ছুটি থাকলেও অন্যান্য বারের মতো এবারও পৌরসভার পক্ষ থেকে জরুরি পরিষেবা চালু রাখা হবে। পূজোর ছুটির দিনগুলিতে পৌরপতি, উপ পৌরপতি, আধিকারিক সহ কর্মীরা উপস্থিত থাকবেন পৌরসভায়৷ তিনি জানান প্রতিমা বির্সজনের ঘাট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হবে উত্তর পূর্ব ভারতের শিল্পী জুবিন গর্গের নামে। পরিবারের অনুমোদন পেলে কোচবিহারে প্রয়াত শিল্পী জুবিন গর্গের মূর্তি বসানো হবে বলেও জানেন তিনি।
