পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সমতলে গত দুইদিনের টানা বৃষ্টির জেরে প্লাবিত ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ডাঙ্গাপাড়ার উত্তর বাড়ি এলাকা।জানা যায়, রবিবার রাতে ভারীবৃষ্টিতে পার্শ্ববর্তী ঝুমুর নদীর জল আচমকা বাড়তে শুরু করে। ভোর রাত থেকে এলাকায় জল ঢুকতে শুরু করে।প্লাবিত হয় প্রায় একশ বিঘা চাষের জমি।এলাকার রাস্তা জল উঠে যাওয়ায় যাতায়াতে সমস্যা দেখা দেয়।প্রায় ১০-১২ টি বাড়ি জলমগ্ন অবস্থার সম্মুখীন হয় সকাল থেকে বাড়িতে রান্না খাওয়ায় ব্যাঘাত ঘটে।রীতিমতো এলাকার পুকুর গুলিতে রাখা পাটের জাঁক জলের তোড়ে ভেসে যায়।নদীর জল ফুলে ফেঁপে সমগ্র জলমগ্ন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের কথায় ছোটো বাচ্চা, বয়স্কদের নিয়ে এবং গবাদি পশুদের নিয়ে বিপদজনক পরিস্থিতির শিকার।গবাদি পশুকে ঘরে তুলতে হয়েছে প্রান বাঁচানোর তাগিদে।এদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কেউ বেলা ১২ টা পর্যন্ত পৌছায়নি এমনকী খোঁজ নিতে যাননি বলে অভিযোগ।