বৃহস্পতিবার সকালে শীতলকুচি কৃষি বাজারের মোবাইল দোকানে চুরির ঘটনায় শোরগোল পড়ে । তবে শীতলখুচি কৃষি বাজার থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে শীতলকুচি থানা, তাহলে কি করে চুরি হলো। এই কৃষি মান্ডিতে প্রতিদিনের মতো গতকাল রাত্রিও কিন্তু পাহারাদার ছিল তা সত্ত্বেও কিভাবে কৃষি মান্ডির ভিতরে থেকে একটি মোবাইল দোকানের চুরি হয় তা নিয়ে প্রশ্ন উঠছে দোকানদার মহলে।
দোকানের মালিক জানান গতকাল দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই আজ সকাল বেলা এসে দেখতে পায় তার দোকানের একটি দরজা খোলা। দোকানে ঢুকে দেখতে পায় দোকানের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থা রয়েছে। তিনি জানান মোবাইল দোকানে ঢুকে চোর মোবাইলের বিভিন্ন সরঞ্জাম নিয়ে চম্পট দেয়। আনুমান দেড় লক্ষ টাকার জিনিস পত্র নিয়ে যায় বলে ওই দোকানের মালিক জানান।

এ বিষয়ে শীতলকুচি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন দোকান মালিক। শীতলকুচি কৃষক বাজার কমিটির সম্পাদক মজিবর রহমান জানান বিষয়টি শোনার পর পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।