দিনহাটা শহরের ৮নং ওয়ার্ড এলাকায় তৃণমূল নেতা সুদেব কর্মকারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেল নাগাদ তৃণমূল নেতা সুদেব কর্মকার বলেন , বৃহস্পতিবার রাতে দুষ্টিতরা তার বাড়িতে হামলা চালিয়েছে। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। ময়নাগুড়িতে ছিলেন বলে তিনি জানান। কি কারনে তার বাড়িতে হামলা চালানো হলো বুঝে উঠতে পারছেন না তিনি। সম্প্রতি বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাথে সুদেব কর্মকারের একটি ছবি ভাইরাল হয়। সেই ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা বলেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে এসব করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গেল এলাকায়। এ ব্যাপারে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন, সুদেব কর্মকার তৃণমূলে ছিল আছে ও থাকবে।
