বন্যা দুর্গাতদের ত্রাণ দিতে গিয়ে গত দুইদিন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও তৃণমূল নেতা কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছিল বারবিশা মাঝেরডাবরি বিষ্ণুনগর এলাকা ও ভারত ভুটান সীমান্তের বিত্তি বাড়ি গ্রামে। ওই ঘটনায় পাঁচ জনের নামে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিধায়ক ।

সেই ঘটনায় বুধবার গভীর রাতে আশুতোষ মন্ডল নামে এক তৃণমূল সমর্থক কে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যাক্তি বিয়ারের বোতল নিয়ে বিধায়ক কে আক্রমণ করতে উদ্যোত হয়েছিল। কিন্তু এই গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক জানান, পুলিশ চুনোপুটি দের মধ্যে একজন কে গ্রেফতার করেছে। নেতাদের ধরার সাহস পুলিশের নেই।