লাগাতার বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পরে তুফানগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা। ইলেকট্রিক অফিস মোড়, বিডিও অফিস মোড়, সি আই মোড় , ধরের মোড় সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে পরে।পাশাপাশি রাস্তার উপর দিয়ে বিভিন্ন এলাকায় স্রোত বইছে। এদিন প্রবল ঝড় বৃষ্টির সময় বাজ পরে গুরুতর অসুস্থ দক্ষিণ চিলাখানা এলাকার এক মহিলা। দ্রুত তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে ।বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।অসুস্থ মহিলার নাম ছবিয়া বিবি (৪৬) ।পরিবারের তরফ থেকে জানা যায় বৃষ্টিতে সময় ঘরের মধ্যে কুড়ুল দিয়ে খড়ি কাটছিলেন । সেই সময় বাজ পরে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পাশেই ছিলো তার ছেলে। দ্রুত তাকে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উল্লেখ্য গতকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ।
