টোটো চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি সুবল জোত গ্রামে। জানা গিয়েছে, পেশায় টোটো চালক সুজয় সরকার গতকাল সন্ধ্যায় বাড়িতে গিয়ে ফের টোটো নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে তার পরিবার। এদিন ভোরে খোঁজাখুঁজির পর রাস্তার পাশে টোটো দেখে মৃতদেহের খোঁজ পায় পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহের গলায় ফাঁসের দাগ ও মাথায় গভীর ক্ষত রয়েছে।

পুলিশের অনুমান রশি দিয়ে বেঁধে অন্যত্র মেরে ফেলে রাখা হয়েছে মৃতদেহ। মৃতের ছেলে জানান ভালো মানুষ ছিলেন, রাতভর না আসায় খোঁজখবর না পেয়ে সকালে মৃতদেহ পাওয়া গিয়েছে। মেরে ফেলা হয়েছে এখানে। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের শাস্তির দাবি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সদস্য সুষনা মার্ডির।