অবৈধ লটারি টিকিট বিক্রি অভিযোগ বিভিন্ন লটারি এজেন্সি এবং ডিস্ট্রিবিউটার এর মালিকদের।
ময়নাগুড়ি বিভিন্ন লটারির পাইকারি এবং খুচরো বিক্রেতা ব্যবসায়ীরা বেআইনিভাবে এবং একটি নামকরা লটারি লোগো লাগিয়ে মূলত জাল লটারি টিকিট বিক্রি করছে বলে অভিযোগ। ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় এই জাল লটারির ব্যবসায় ছেয়ে গেছে। ফলে সরকারের যেমন রাজস্ব নষ্ট হচ্ছে তেমনি আমাদের বিভিন্ন লটারি ডিস্ট্রিবিউটরের বা ক্ষুদ্র দোকানদারদের সুনাম নষ্ট হচ্ছে।

ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে জানান লটারি ডিস্ট্রিবিউটরের মালিকেরা। তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গি মারি, রাখাল হাট, সহ বিভিন্ন জায়গায় এই জাল লটারি বিক্রি হচ্ছে বলে তাদের অভিযোগ। তাই এদিন তারা হঠাৎ বিভিন্ন লটারি ব্যবসায়ী এবং লটারি ডিস্ট্রিবিউটরের মালিকরা ময়নাগুড়ি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে। তাদের দাবি পুলিশ এই ঘটনার তদন্ত করিয়া উপযুক্ত ব্যবস্থা নিক।
যদিও ওই সব জাল টিকিট যেসব মানুষ বিক্রি করছে তাদের যোগাযোগ করতে গেলে তাদের কোন ব্যবসায়ীকে পাওয়া যায়নি।