ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর ডাঙ্গাপাড়া এলাকার কনক শীল নামের এক ব্যক্তি নিজের বাড়ির পাশের এক পুকুরেই জলে ডুবে মৃত্যু হয়। ওই ব্যক্তি কবে পুকুরে পড়েছে কেউই ঠিক বুঝে উঠতে পারছে না। কারণ তিনি একাই একটি বাড়িতে থাকতেন। তার ৩ মেয়ে, সবার বিয়ে হয়ে গেছে, স্ত্রী বহুদিন আগেই মারা গেছেন।
এদিন শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ গ্রামের এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাবার সময় দেখে এক মৃতদেহ ভেসে রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় পরবর্তীতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসে।

পরিবার সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। তিনি বেশ কিছুদিন থেকেই শারীরিক দুর্বলতায় ভুগছেন। বাড়িতে পরিবার বলতে কেউই নেই, একা বাড়িতেই থাকতেন তিনি।
মৃত ব্যক্তির মেয়ে মাইজামাই শ্যামল শীল মনে করছেন তিনি হয়তো কোন কারনে পুকুরের ধারে গিয়েছিল, আর শারীরিক দুর্বলতার জন্যই পুকুরে মাথা ঘুরে পড়ে গেছে,
অন্যদিকে মৃত ব্যক্তির বোনজামাই জানান তিনি তো একাই থাকতেন, কিভাবে পুকুরের জলে পড়লেন, কিছু বুঝে উঠতে পারছে না। এ নিয়ে এখনো ধন্ধে রয়েছেন তারা।