প্রশাসনের দেওয়া তিন দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠলেন অভিভাবকরা। বাধ্য হয়ে বুধবার বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হলেন তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লী তিস্তার চর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ১৯৭ জন ছাত্রছাত্রীকে প্রতিদিন হাঁটুসমান জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে। অভিযোগ, বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত ৫ আগস্ট অভিভাবকরা প্রথম বিক্ষোভ দেখান। তখন গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কাজ না হওয়ায় ফের বিক্ষোভে নামেন অভিভাবকরা।
এদিন কোতয়ালী থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিল। সেই সময় স্থানীয় তিনজন তৃণমূল নেতা গায়ের জোরে মহিলাদের বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি হয়। অভিযোগ, মহিলারা বাধা দিলে তাদের মারধর করা হয়। যদিও তৃণমূল নেতাদের দাবি—এখানে বিজেপি পঞ্চায়েত সদস্যা মহিলাদের সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে বিক্ষোভ করাচ্ছেন এবং মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাসের অভিযোগ, “মহিলারা শিশুদের নিয়ে মারাত্মক সমস্যায় রয়েছেন, তাই আমাকে ডেকেছিলেন। আমি এসেছিলাম, কিন্তু তৃণমূল নেতারা পুলিশের সামনে মহিলাদের গায়ে হাত তুলেছেন। দুই মহিলা আহত হয়েছেন। এলাকায় গুন্ডাগিরি চলছে।”
দীর্ঘ টানাপোড়েনের পর বিডিও অফিস থেকে এক ইঞ্জিনিয়ার এসে অভিভাবকদের আশ্বাস দেন যে আপাতত সমস্যার সমাধান করা হবে। আশ্বাস পেয়ে এদিনের মতো অবশেষে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন।