জলদাপাড়া হলং নদীর ওপর বিকল্প কাঠের সেতুর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। গত ৫ অক্টোবর হলং নদীতে হরপা বানে কাঠের সেতু ভেঙ্গে যায় আর এর ফলে জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়ে পর্যটকরা পরবর্তীতে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। আর এই কাঠের সেতু না থাকায় খুব সমস্যা উদ্ভব হয় বিশেষত হলং নদীর ওপারে জলদাপাড়া টুরিস্ট লজ, বনদফতরের কার্যালয়, বনকর্মীদের আবাসন রয়েছে এতদিন নদীতে দড়ি ধরে তারা হলং নদী পারাপর করত।

এছাড়া সাফারি টিকিট কাউণ্টার ওপারে থাকায় জলদাপাড়া সাফারি এতদিন বন্ধ ছিল।
এখন পুজোর সময় জলদাপাড়াতে প্রচুর পর্যটকদের আগমন হয়। আর হলং সেতু ভেঙ্গে যাওয়ায় সাফারি বন্ধ এছাড়া জলদাপাড়া টুরিস্ট লজে আসতে পারেনা পর্যটকরা। হতাশ হয়েছিল পর্যটকরা।
অবশেষে হলং নদীতে বিকল্প কাঠের সেতু কাজ শুরু হল। বনদফতরের আধিকারিকরা জানান এক দুই দিনের মধ্যে কাজ কমপ্লিট হবে এবং সেতু দিয়ে যাতায়াত শুরু হবে।