শ্রাবণ মাস চলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে ভিড় জমিয়েছেন বোলবোম ভক্তরা। প্রতি বছরের মতো এবছরও বহু ভক্ত জলদাপাড়ার ভিতর দিয়ে পায়ে হেঁটে তোরসা নদীর তীরে অবস্থিত শিবমন্দিরে পুজো দিতে যান।
ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে বনদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। রাতের অন্ধকারে জঙ্গল পারাপারে যাতে কোনো রকম বিপদের মুখে না পড়তে হয়, সেই কারণে বনকর্মীরা কড়া নজরদারির মধ্যে দিয়ে ভক্তদের নিরাপদে জঙ্গল পার করান।

এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা। বনকর্মীদের এই সহযোগিতা ও সতর্কতার প্রশংসা করেছেন সকল স্তরের মানুষ। তাঁদের মতে, এই রকম উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে ধর্মীয় অনুষ্ঠানগুলি আরও সুরক্ষিত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বনদপ্তরের এক আধিকারিক জানান, “আমরা মানুষের ধর্মীয় ভাবাবেগের সম্মান করি। সেইসাথে জঙ্গলের প্রাণী ও পরিবেশের সুরক্ষাও আমাদের দায়িত্ব। তাই দুই দিক বিবেচনা করেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।”
প্রশাসনের এই সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন ফের একবার প্রমাণ করল যে, পরিবেশ ও মানুষের মধ্যে সুসমন্বয় রেখেই এগিয়ে চলাই সম্ভব।