জলঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত দুই গ্রাম।কাতারে কাতারে মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে আসছে। বগরিবাড়ি ও চরচরাবাড়ি এলাকার বিস্তীর্ণ অংশ জলে ডুবে গিয়েছে। ক্রমশই ভয়াবহ হয়ে পড়ছে পরিস্থিতি। ঘটনাস্থলে ব্লক প্রশাসন থাকলেও উদ্ধারকারী দল না আসায় বিপাকে পড়েছে সাধারন মানুষ।কয়েক ঘন্টা হয়ে গেলেও উদ্ধারের জন্য নেই স্পিড বোর্ড। উল্লেখ্য শনিবার থেকেই ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ডুয়ার্সের একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে।

ধূপগুড়ি ব্লকের গধেয়াকুঠী গ্রাম পঞ্চায়েত একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিবারগুলি ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে।বেশ কিছু বাড়ি জলে ডুবে রয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকাবাসী আশেপাশের স্কুলে আশ্রয় নিচ্ছে। এক থেকে দুই হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে আসছে।তবে কতক্ষণে সকলকে নিরাপদে নিয়ে আসা হবে তা এখনও স্পষ্ট নয়।
স্হানীয় বাসিন্দা আশীষ রায় বলেন সকালে উঠেই শুনতে পারি জলঢাকা নদীর বাঁধ ভেঙে গিয়েছে।চারদিক জলমগ্ন হয়ে রয়েছে।একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে।পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে।
বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন তিনি এলাকায় ঘুরছেন , প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানান তিনি।