মদ্যপ অবস্থায় আবাসিক ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে আলিপুরদুয়ারের এক আদিবাসী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার।
বৃহস্পতিবার রাতে ছাত্রীদের যৌণ হেনস্থার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনী রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক বিদ্যালয়ে। জানাগেছে গতকাল রাতে ওই আদিবাসী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র মণ্ডল মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের চার নবম শ্রেণীর আবাসিক ছাত্রীদের ঘরে ডেকে তাদের যৌণ হেনস্থার করেন। নিমিষের মধ্যে সেই ঘটনার খবর বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া এবং তাদের অভিভাবকদের কাছে ছড়িয়ে পরে। খবর পৌঁছয় কালচিনি থানার পুলিশের কাছে।

খবর পেতেই গভীর রাতে কালচিনি থানার অন্তর্গত নিমতি ফাঁড়ির পুলিশ বিদ্যালয়ে পৌঁছে মধ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র মন্ডলকে গ্রেফতার করে। গতকাল রাতেই আবাসিকের আক্রান্ত চার ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধর হওয়া ছাত্রীদের রাতেই জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। জানাগেছে শুক্রবার দুপুর নাগাদ অভিযুক্ত প্রধান শিক্ষক সৌমিত্র মন্ডল’কে ১০ পক্সো ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করেছে কালচিনি থানার পুলিশ। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলা আদালতের বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জেলা জুড়ে।