DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

গঙ্গারামপুরে বিজেপির পথ অবরোধ ঘিরে ধস্তাধস্তি

কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বুধবার গঙ্গারামপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।
সকালে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক একটি মিছিল বের করেন। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি চৌপথি মোড়ে এসে পথ অবরোধে পরিণত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মিছিলে নেতৃত্ব দেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও গঙ্গারামপুর টাউন মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ প্রমুখ।


পথ অবরোধ চলাকালীন গঙ্গারামপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মুহূর্তে উত্তেজনা বাড়লে তা একপ্রকার খণ্ডযুদ্ধের রূপ নেয়। পরে র‍্যাফ ও অতিরিক্ত পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নিতে বাধ্য হয় বিজেপি কর্মী-সমর্থকরা। দিনের ব্যস্ত সময়ে এই কর্মসূচির জেরে সাধারণ যাত্রীদের দুর্ভোগের সম্মুখীন হতে হয়।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

বানারহাটে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআই(এম) নেতা ঈশ্বরচন্দ্র রায়ের

বানারহাটে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআই(এম) নেতা ঈশ্বরচন্দ্র রায়ের।সোমবার

Read More »