DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

খগেন মুর্মু হামলার ঘটনায় সিবিআই, এনআইএ দিয়ে তদন্তের দাবি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর

জাস্টিস ফর খগেন মুর্মু। কাশ্মীরে যে ভাবে পাথরবাজি হয়। সামসেরগঞ্জ বা মোথাবাড়িতে যেভাবে পাথরবাজি হয়েছে।ঠিক তেমন ভাবে পাথরবাজি হয়েছে উত্তরবঙ্গে খগেন মুর্মুর উপর।এর পিছনে জঙ্গীদের মদত রয়েছে। উল্লেখ করেন শ্রীরূপা। শাসক দলের প্রশ্রয়ে বাড়বাড়ন্ত হয়েছে এই এলাকায়।খগেন মুর্মু আক্রান্তের ঘটনার জন্য সিবিআই ও এনআইএ দিয়ে তদন্তের দাবী জানালেন বিজেপির ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
এদিন প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে শিরোপা মিত্র চৌধুরী বলেন,উত্তর মালদার সংসদ খগের মুর্মুর মুখে আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।

এমন ভাবে তাকে অ্যাটাক করা হয়েছে কাশ্মীরে জঙ্গিদের মত হামলা করা হয়েছে।কাশ্মীর স্টাইলে পাথরবাজি করা হয়েছে পাথর দিয়ে পাথর বৃষ্টি হয়েছে।সামনে থেকে বড় পাথর দিয়ে তাকে মারা হয়েছে।এটা কোন সাধারণ জনতা ত্রানের জন্য এই ধরনের অ্যটাক করে না। তারা ভিড় করতে পারেন। কালকে যখন খগেন মুর্ম যাচ্ছেন তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না। একজন আদিবাসী নেতা সর্বসাধারণের কাছে পরিচিত মুখ।সেখানে যারা উনার উপর আক্রমণ করল।যে এরিয়াতেই তিনি যাচ্ছিলেন সেটা বিজেপির এলাকা। যে সমস্ত নাম শুভেন্দু অধিকারী দিয়েছে এরা কারা এই প্রশ্নটা আমাদের কাছে আসছে।মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করেননি কেন। সেখানে পুলিশের উর্দি পড়ে যারা দাঁড়িয়ে ছিল ওরা কারা। তারা কি প্রকৃত পুলিশ না পুলিশের পোষাক পড়ে সেখানে কি করছিল। তাদেরকে ধরতে হবে তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি।কেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তারা পুলিশ হোক আর পুলিশের উর্দি পড়ে কোন দুষ্কৃতী হোক।কেন সেখানে তারা দাঁড়িয়ে ছিলেন।এই পাথর বাজির পেছনে মাস্টারমাইন্ড কে।কে ঢুকেছে কাকে প্ল্যান করা হয়েছে। সেখানে আমাদের রাজ্য সভাপতি যাবেন সেখানে খবরের মর্ম যাওয়ার আগে কোন কিছু প্রচার করেননি। এটা খবর কোন প্রোগ্রাম ছিল না এটা রাজ্য সভাপতি প্রোগ্রাম ছিল। সেখানে জলমগ্ন মানুষদের সহায়তা করার জন্য গিয়েছিলেন। যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের মাস্টারমাইন্ড কে? কারা এই ধরনের ঘটনা ঘটালো।খগেন মুর্মু দীর্ঘদিনের রাজনীতিবিদ তার সঙ্গে সকলের পরিচিত রয়েছে আমি তার পরিবারের পক্ষ থেকে এবং আমি তার কলিক হিসেবে সিবিআই তদন্তের দাবি করছি। আজকের সিবিআই এবং এন আই এর হাতে তদন্তভার তুলে দিতে হবে একজন সাংসদকে এভাবে মারার অধিকার কার আছে। মারার সাহসটা কোথা থেকে আসলো। এর পেছনে তৃণমূলের মাস্টারমাইন্ড কে আছে। দুষ্কৃতী বা কে আছে। কারন আমরা ওই এলাকায় বারবার দেখেছি তৃণমূল বিজেপির লড়াই হয়।এবং তাদের মাস্টারমাইন্ড চিহ্নিত তাদেরকে আমরা বিধানসভাতেও দেখেছি।আজকে তারা কোথায়। সেইসঙ্গে আমরা জানতে চাই আপনি তো পুলিশ মন্ত্রী আপনার রাজ্যের খগেন মুর্মু কি কেউ নন।তিনি কি অন্য জায়গা থেকে এসেছেন। এইটাতে শুধু দুর্ঘটনা বলবেন এটাই কি আপনার মার্জিত রাজনীতি।মালদা জেলার তৃণমূল বিধায়ক প্রতিনিয়ত আমাদেরকে ফিজিক্যাল অ্যাটাকের ইঙ্গিত দিয়েছেন। এরপরও আপনি কোন অ্যাকশন নেননি। অর্থাৎ আপনি চান এই ধরনের গুন্ডাগারদি নিয়ে আপনি এই রাজ্যে চালাবেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই ধরনের ঘটনার জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য, আলিপুরদুয়ার মহাকাল ধাম যাতায়াতে জঙ্গলের রাস্তা ব্যবহার, পূণ্যার্থীদের আটকালো বনদপ্তর

সারা দেশে বর্তমানে সমস্ত জঙ্গল বন্ধ আছে কিন্ত বনদফতরের নিষেধাজ্ঞা

Read More »

কোচবিহার পৌরসভায় এজেন্সি প্রথা বাতিলের দাবিতে সোচ্চার, কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

পুরোপুরিভাবে এজেন্সি প্রথা বাতিল করে এজেন্সির মাধ্যমে কর্মরত কোচবিহার পৌরসভার

Read More »