বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে একজনের নাম একরামুল হক এবং অন্যজনের নাম গোবিন্দ্ শরম।
ঘটনার ৫১ঘণ্টা পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। নাগরাকাটা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)সমীর আহমেদ জানিয়েছেন ,দুজন গ্রেফতার হলেও বাকি দুজন এখনো পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃত দুজন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও এখনো জানায় নি কিছু পুলিশ।

গত সোমবার জলপাইগুড়ির নাগরা কাটায় দুর্যবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ লাঠি জুতো নিয়ে দুজনের ওপরে হামলা চালানো হয়। পরিকল্পিতভাবে এই হামলা চালান বেশ কয়েকজন। তাতেই মুখে আঘাত লাগে খগেন মুর্মুর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পান। বিধায়ক শংকর ঘোষ কে লক্ষ্য করে নদী থেকে পাথর তুলে কিছু দুষ্কৃতী ছুঁড়তে থাকে। তার হাতেও চোট লাগে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বুধবার শংকর ঘোষ ছাড়া পেলেও খগেন মুর্মু এখনো চিকিৎসাধীন। এই ঘটনার কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুলে উঠেছে শাসকদলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার নিন্দা করে তারা জানিয়েছেন এই ধরনের বিক্ষোভকে তারা মোটেই সমর্থন করে না। ঘটেনার পরের দিন হাসপাতালে গিয়ে খগেন মুর্মুকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আঘাত গুরুতর নয়। তার দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।