DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

কোচবিহার রাজবাড়িতে আরএসএস-এর কর্মসূচি ঘিরে বিতর্ক

কোচবিহারের ঐতিহ্যের ওপর চরম আঘাত। এই প্রথম কোন সংগঠনের কর্মসূচি হলো কোচবিহার রাজবাড়ির অভ্যন্তরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শত বর্ষের প্রারম্ভিক অনুষ্ঠান হিসাবে রবিবার কোচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ীর অভ্যন্তরে কর্মসূচি করলো আরএসএস। যা কার্যত নজিরবিহীন কারণ কোচবিহার রাজবাড়ির যা ঐতিহ্য এবং পরম্পরা, তাতে এর আগে কোন ধরনের সংগঠনের কোন কর্মসূচি কখনো হয়নি এই রাজবাড়ির অভ্যন্তরে।
কিভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রাজবাড়ির অভ্যন্তরে আরএসএসকে এই কর্মসূচি করবার অনুমতি দিল? তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুললেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন। এই শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে রবিবার কোচবিহার শহরে একত্রীকরণ ও পথ সঞ্চালন কর্মসূচিতে শামিল হয় আরএসএস।

এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় এখানে এসেই। আর এরপরে কোচবিহার জুড়ে উঠেছে বিতর্কের ঝড়।
★পার্থ প্রতিম রায় বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন এধরনের সাপোর্টদের অভ্যন্তরে আরএসএসকে তাদের কর্মসূচি করার অনুমতি দেওয়া হলো, এটা আশ্চর্যের। তিনি বলেন, আসলে বিজেপি, আরএসএস, কেন্দ্রীয় সরকার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আর এস এস যে সবটা নিয়ন্ত্রণ করছে, তারই ছোট্ট প্রতিফলন এই ঘটনা। কোচবিহার রাজবাড়ির প্রতি কোচবিহারের মানুষের যে মমত্ববোধ, যে সেন্টিমেন্ট রয়েছে, তা ধাক্কা খেলো। এরপরে অন্য কোন সংগঠন যদি রাজবাড়ীর অভ্যন্তরে কর্মসূচি করবার অনুমোদন চায়, এক্ষেত্রেও আশ্চর্য হবার কোন বিষয় থাকবে না। সে সময় একটা বিতর্ক দানা বাঁধবে। দুর্ভাগ্যের হলেও সত্যি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন সংস্থা গোটাটাই আরএসএস-এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলেই আরএসএস সর্বোচ্চ এন্ট্রি পাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।
★এই প্রসঙ্গে আরএসএসের কোচবিহার জেলার সংঘ চালক প্লাবন দে সরকার বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। এ সংগঠনের শতবর্ষ উপলক্ষেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কোচবিহার জেলায় অন্যান্য জায়গার অনুমোদন না মেলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই কর্মসূচি করবার জন্য অনুমতি চাওয়া হলে, তারা অনুমতি দেন এবং তারপরেই এই অনুষ্ঠান সংগঠিত করে গোটা রাজবাড়ি চত্বর পরিস্কার করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন