কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহাশনের বৈদ্যুতিক চুল্লির পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । রবিবার বিকেলে এই বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ ঢোকানোর পর হঠাৎই বৈদ্যুতিক বন্ধ হয়ে যায় এবং তারপরেই বৈদ্যুতিক পাইপে আগুন দেখতে পান শ্মশান কর্মীদের পাশাপাশি অন্যান্যরা। এই ঘটনায় রীতিমতো ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি খবর দেওয়া হয় কোচবিহার দমকল বিভাগকে দ্রুততার সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তাই এখনও স্পষ্ট নয়। মেশিনের বৈদ্যুতিন গোলযোগের কারণেই এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।
