নাজিরহাটে মারধর করা গর্ভবতী মহিলাকে দেখতে এসে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার। উল্লেখ্য কোচবিহার নাজিরহাটে বিজেপি করার অপরাধে এক গর্ভবতী মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃত্বেদেরও মারধরের অভিযোগ ওঠে। মূলত তাদের সঙ্গে দেখা করতে , ঘটনাগুলি সরজমিনে খতিয়ে দেখার লক্ষ্যে এদিন কোচবিহারে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার।

কোচবিহারে আসার পর তিনি কোচবিহার সার্কিট হাউসে যান সেখানে বিজেপির একাধিক নেতৃত্ব তার সঙ্গে দেখা করেন । পরবর্তীকালে বিজেপি নেতৃত্বদের সঙ্গে কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান একটি সরকারি কাজে এসে তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিতে পারলেন এতে তিনি আপ্লুত। এরপর তিনি কোচবিহারে নিপীড়িতদের সাথে দেখা করতে বেরিয়ে যান।