কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কার নিয়ে ভবানীগঞ্জ বাজার এর সমস্ত ব্যবসায়ীদের নিয়ে রবিবার আলোচনা সভা হলো উৎসব অডিটোরিয়ামে।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত দেখা গিয়েছিল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভবনের ছাদের চাঙ্গোর খসে পড়ছিল। পরবর্তীকালে বিষয়টি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পর ভবানীগঞ্জ বাজারের ভবন সংস্কার করার প্রস্তাব রাখেন এবং পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকরা কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শনের আসেন এবং ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

ভবানীগঞ্জ বাজারের সংস্কারের কাজ চলাকালীন ব্যবসায়ীরা কি করবেন তা নিয়ে বাজারের সমস্ত ব্যাবসায়ীদের নিয়ে আলোচনা সভা হয় এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্য সহ অন্যান্য ব্যবসায়ীরা।
কোচবিহার জেলা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সুরোজ কুমার ঘোষ জানান বাজার সংস্কারের জন্য আবেদন করা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে জানানো হয় এবং আধিকারিকরা সমস্ত বিষয় দেখে যান। কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সংস্কার কাজ কি ভাবে হবে ? ব্যবসায়ীরা কি করবেন বা করবেন না সমস্ত বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় বলে জানান তিনি।