উত্তরবঙ্গে মোট বিধানসভা আসনের ৩০শতাংশ আসন নস্য শেখ জনগোষ্ঠীর জন্য সংরক্ষণ করা সহ ৮দফা দাবিতে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলো নস্য শেখ উন্নয়ন পরিষদ।
এদিন কোচবিহার শহরের রাসমেলা মাঠ থেকে তাদের মিছিল শুরু হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরে এখানেই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তারা।
এদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জানান, কোচবিহার জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে যে ৪টি আসন সংরক্ষিত নেই, এই বিধানসভা আসনগুলি নস্য শেখ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত করার দাবি জানিয়েছেন তারা।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার অবিলম্বে বন্ধ করা, এস আই আর নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা, নস্য শেখ জনগোষ্ঠীকে ভূমি পুত্রের স্বীকৃতির দাবিও এদের উত্থাপন করা হয়েছে বলে জানান আমিনাল হক।