বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা,অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের। জানা যায়, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে কে বা কারা তাণ্ডব চালায়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং আলমারিতে থাকা যাবতীয় নথি তছনছ করে ফেলে দেয় বলে দাবি বিজেপির। এ বিষয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে বিজেপি। পাশাপাশি তৃণামনামূল কংগ্রেস দাবি করেছে এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে হয়েছে । তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি।
