ফের কোচবিহার কোতয়ালি থানার পুলিশের বড়সড় সাফল্য। বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ২ । জানা গেছে যে, বুধবার সকালে একটি ছোট চার চাকা গাড়িতে করে ২ জন ব্যক্তি গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সকালে বিশেষ অভিযান চালায়। বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোতয়ালি থানার পুলিশ। এই গাজা গুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । এই অভিযানে উপস্থিত ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট , DYSP Dib, আইসি কোতোয়ালি সহ অন্যান্যরা ।অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান , গোপন সূত্রে খবর পেয়ে সুকটা বাড়ি র নাকাতে ২ জনকে আটক করে তল্লাশি চালাতেই বিপুল পরিমান গাঁজা পাওয়া যায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ঠ ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।