কুড়াল দিয়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ পরিবারের
ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের রামশাই বাজারের বাসিন্দা রাজকুমার ওরাও, ওরফে (বিফা) বুধবার রাতে বাড়ির বাচ্চাদের এবং স্ত্রী অমিলা ওরাওকে নিয়ে পার্শ্ববর্তী নিজের এলাকায় করম পূজায় এবং মেলা ঘুরতে গিয়েছিল সপরিবারে, ভোর রাতে বাড়িতে ফিরে এসে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে স্ত্রী অমিলার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে স্বামী বলে অভিযোগ, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অমিলা, এই ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকায় উত্তেজনা ছাড়িয়ে পরে, পরবর্তীতে অমিলাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি নিয়ে আসে। মৃতের স্বামী পলাতক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে মৃত অমিলার ছোট একটি পুত্র এবং কন্যা সন্তান রয়েছে।মৃত অমিলার বাবার বাড়ি একই এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে মর্গে পাঠায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ।