ইলেকট্রিক শক লেগে একটি পূর্ণ বয়ষ্ক মাদা হাতির মৃত্যু হল এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিজয়পুর এলাকায়। ইলেকট্রিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বনদফতরের আধিকারিকরা ও বনকর্মীরা পৌছেছে।
বিজয়পুর বস্তি এলাকার বাসিন্দা কালে সোনারের সুপারি বাগানে হাতিটির মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। রবিবার রাতে হাতিটি সুপারি বাগানে প্রবেশ করে এবং সুপারি বাগান তছনছ করে পরবর্তীতে সুপারি বাগান থেকে বের হওয়ার সময় ইলেকট্রিক শক লেগে হাতিটির মৃত্যু হয় ।

সুপারি বাগানে ইলেকট্রিক তার লাগিয়ে তার দিয়ে ইলেকট্রিক শক করে রাখা ছিল। এই এলাকায় বারংবার হাতির হানা হয় এবং হাতির হানায় ফসল ক্ষতি হয় এজন্য ইলেকট্রিক শক লাগিয়েছিল বলে জানা গিয়েছে। এই বিষয়ে একজনকে আটক করে তদন্ত শুরু করেছে বনদফতর। এই বিষয়ে উল্লেখ্য গত দুই বছর পূর্বে এই এলাকায় ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়েছিল এক পূর্ণবয়ষ্ক হাতির।এদিন ঘটনাস্থলে পৌছেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডাইরেক্টর হরিকৃষ্ণন পিজে। এই বিষয়ে তিনি জানান এই এলাকায় ইতিমধ্যে সচেতনতা চালানো হয়েছিল তাও এমন ঘটনা ঘটে গেল। বাড়ির ইলেকট্রিক লাইন থেকে ইলেকট্রিক শক লাগানো হয়েছিল এবং তাতেই হাতিটির মৃত্যু হয়।