আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতির চেয়ার নিয়ে দুই পক্ষের মারপিট, বাঁশ নিয়ে প্রকাশ্যে মারপিটের অভিযোগ জেলা নেতৃত্বের।
রবিবার বিকেল ৪ টা নাগাদ আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় জেলা কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে এলো পুলিশ।

জানাগেছে প্রয়াত জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের মৃত্যুর পর আলিপুরদুয়ার জেলার দায়িত্ব পান গজেন বর্মন। কিছুদিন পর গজেন বর্মন অসুস্থ হয়ে প্রয়াত হন। এরপর প্রদেশ কংগ্রেস থেকে কালচিনির মনি কুমার ডার্নাল’কে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বছর খানেক আগে তিনিও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথকে অস্থায়ী ভাবে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এতদিন তিনিই জেলার সমস্ত দায়িত্বভার বহন করছিলেন।
গত ১৩ আগস্ট প্রদেশ কংগ্রেস থেকে মৃন্ময় সরকার’কে স্থায়ীভাবে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আর তাতেই দলের অন্দরে সমস্যা শুরু হয়। গত সপ্তাহে শান্তনু দেবনাথ দলীয় কর্মীদের নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে বর্তমান জেলা সভাপতির দায়িত্বে থাকা মৃন্ময় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে বৈঠকও করেন। এরপরও সব ঠিক ছিলো। গত শুক্রবার শান্তনু দেবনাথ নিজ উদ্যোগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একাধিক সমস্যা সমাধানের দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেন। কিন্তু জেলা নেতৃত্বের সম্মতি না নেওয়ায় আন্দোলনে জেলা কংগ্রেসের কোন নেতৃত্বই অংশগ্রহণ করেননি।
ননরবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় বৈঠক শুরু করেন নয়া আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার। অভিযোগ সেই কর্মী সভাকে বানচাল করতে দুপুর থেকে শান্তনু দেবনাথ গোষ্ঠীর বেশ কিছু জেলা হাসপতালের আয়া কর্মী ও বেশ কিছু দলীয় সমর্থক জেলা কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি করতে থাকে। বিকেলের দিকে পরিস্থিতি এমন দিকে যায়, যে দু পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একসময় পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়। হাতে বাঁশ নিয়ে জেলা কার্যালয়ের সামনে প্রকাশ্যে মারপিট শুরু করেন দুই গোষ্ঠীর কংগ্রেস কর্মীরা। নিমিষেই এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ওঠে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ। যদিও মারপিটের ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার শহর জুড়ে। দুই গোষ্ঠীর বিবাদ নিয়ে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত থাকা দলীয় কর্মীদের অভিযোগ, শান্তনু দেবনাথ এর কর্মী সমর্থকরা বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বন্দুক হাতে জেলা কার্যালয়ে কর্মীদের ওপর আক্রমণ করে। বর্তমান জেলা কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকারকে অপসারণ করতেই এই প্রচেষ্টা বলে অভিযোগ করলেন তারা।
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ।