উৎসবে বোনাস না মেলায় তুমুল বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত হল পরিষেবা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্ত্বর এলাকায়।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে খাতায় কলমে ২৮৮ জন অস্থায়ী কর্মী থাকলেও বাস্তবে সংখ্যাটা প্রায় পাঁচশোর বেশি।

অস্থায়ী কর্মীদের হাজিরা হিসেবে বেতন দেওয়া হয়। অভিযোগ, পূজোর আগে অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মের পাশাপাশি বোনাসের টাকা কর্মীদের কেটে নেওয়া হয়েছে। আর বিষয়টি জানা মাত্র মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে সহকারি সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় অস্থায়ী সাফাই কর্মীরা। যার জেরে হাসপাতালে ব্যাহত হয় পরিষেবা। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলে।