জলমগ্ন রাস্তায় নেমে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতা সামি খান সহ স্থানীয় সিপিএম নেতৃত্বরা।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গুঞ্জুরিয়া ফাঁড়ির গুনজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুনজুরিয়া বাজার এলাকার রাজ্য সড়কে নেমে ইসলামপুর বিধানসভা অন্তর্গত গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট অবিলম্বে নির্মাণের দাবি তোলেন সিপিএম নেতা স্বামী খানের নেতৃত্বে সিপিআইএম ইসলামপুর দুই নম্বর এরিয়া কমিটি ।তাদের দাবি দুটি রাজ্য তথা বাংলা ও বিহারের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।

অথচএই রাস্তায় অল্প বৃষ্টিতেই এক হাঁটু জল জমে যায়, তিন মাস আগেই নাকি এই রাস্তার কাজ করা হয়েছে। তবে তিন মাস যেতে না যেতেই রাস্তার পিছের চাদর উঠে গেছে বলে অভিযোগ, অন্যদিকে খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। আজ এই রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতৃত্বরা । সিপিএম নেতা সামি খান বলেন ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে একাধিক রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যদি এইসব রাস্তা অবিলম্বে ঠিক না হয়, তাহলে পরবর্তীতে ইসলামপুর বিডিও অফিস ঘেরাও করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।