আইহো উচ্চ বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরদের উদ্যোগে বস্ত্র বিতরণ।শনিবার প্রায় সারে এগারোটা নাগাদ আইহো উচ্চ বিদ্যালয় এর গেটে সামনে উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ইন্টার্যাক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা নামে ক্লাব তৈরি করে সেখানে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করে শিক্ষক ও শিক্ষিকারা, এই ছাত্রছাত্রীদের নিজেদে উদ্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। সহযোগিতা করেন রোটারি ক্লাব সিল্ক সিটি মালদা।স্কুল ছুটির মুখে হোস্টেলে থাকা দুস্থ ছাত্রদের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই সংগঠনের পক্ষ থেকে হোস্টেলে থাকা দুস্থ ছাত্রদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে উৎসবের মরশুমে ওই স্কুলের হোস্টেলে থাকা ছাত্রদের মুখে হাসি ফুটাতে বস্ত্র বিতরণ করা হয় ইন্টারেক্ট ক্লাব সিল্কসিটি আইহো হাই স্কুলের পক্ষ থেকে এদিন ২০জন হোস্টেলে থাকা দুস্থ ছাত্রদের মধ্যে জামাপ্যান্ট বিতরণ করা হয়। জানা গেছে আইহো উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা বাঁচিয়ে ও ওই স্কুলের তিনজন শিক্ষকের সহযোগিতায় স্কুলের হোস্টেলে থাকা ২০ জন ছাত্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই অনুষ্ঠান প্রায় কয়েক বছর ধরেই চালিয়ে যাচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।