DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

অর্ধাহারে গঙ্গারামপুরের এক কুঁড়ে ঘরে দিন কাটছে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনির

অর্ধাহারে গঙ্গারামপুরের এক কুঁড়ে ঘরে দিন কাটছে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনির।
স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর শহিদ প্রফুল্ল চাকির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু আজ তাঁর রক্তের উত্তরসূরি, নাতনি চায়না চাকি দিন কাটাচ্ছেন অর্ধাহারে, এক কুঁড়ে ঘরে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এর এক প্রান্তে, চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তিনি।
চায়না চাকি বলেন, “দাদা প্রফুল্লর কথা সবাই বলে, কিন্তু আমরা তো তার রক্তের আত্মীয়। তবু আজ এই অবস্থায় পড়েছি। কেউ খোঁজ নেয় না।”
তিনি জানান, দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনও সহায়তা এখনও মেলেনি। একটা সময় ছিল যখন তাঁর পরিবার গর্ব করত তাঁদের পূর্বপুরুষের বীরত্বগাথা নিয়ে, কিন্তু এখন সেই গর্ব চাপা পড়েছে অভাব-অনটনের নিচে।
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের কথায়, “যে মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁর পরিবারের এই অবস্থা লজ্জার। সরকার অবিলম্বে ব্যবস্থা নিক।”
এই ঘটনায় আবারও সামনে এল স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিদের অবহেলিত জীবনের করুণ চিত্র। প্রশ্ন উঠছে—এই দেশের জন্য যারা আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের পরিবার আজও কেন এতটা উপেক্ষিত?

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন