বিশ্ব উষ্ণায়ন রোধে গাছেদের ভালো রাখার কামনায় গাছের গায়ে রাখী পরিয়ে উদযাপন বন দফতরের, বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে দ্রুতগামী যানবাহনের চালকদের হাতেও পরানো হল রাখী
মানুষের প্রয়োজনে বিশ্বজুড়ে দিন দিন কমছে গাছের সংখ্যা। অস্তিত্বের সঙ্কটে পড়ছে বন্যপ্রাণ। গলছে বরফ, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। আর তার ফলেই মাঝেমধ্যেই প্রকৃতি তার রুদ্র রূপ দেখাচ্ছে। তাই গাছ ও বন্যপ্রাণকে ভালো রাখার বার্তা দিয়ে এবার অভিনব রাখী উৎসব উদযাপন করল জয়পুর রেঞ্জের বন কর্মী ও আধিকারিকেরা। জঙ্গলের গাছে গাছে রাখী পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনার পাশাপাশি বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে জঙ্গলের বুক চিরে চলে যাওয়া বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কে যাতায়াতকারী দ্রুতগামী যানবাহনের চালকদের হাতে রাখী পরিয়ে দেন বন দফতরের কর্মী ও আধিকারিকেরা। দূর্ঘটনায় বন্যপ্রাণের লাগাতার মৃত্যু রুখতে জঙ্গলের রাস্তায় ধীরে যানবাহন চালানোর বার্তা দিয়ে চালকদের মিষ্টিমুখ করানো হয়। গাছ ও গাড়ি চালকদের পরানো রাখী পছন্দের ক্ষেত্রেও অভিনবত্ব দেখিয়েছে বন দফতর। এদিন গাছে গাছে যে রাখী পরানো হয় তা তৈরী করা হয়েছে প্রকৃতিবান্ধব টেরাকোটা দিয়ে। রাখীতে স্থান পেয়েছে মল্ল রাজাদের হাতে তৈরী সুপ্রাচীন ও সুদৃশ্য স্থানীয় গোকুলচাঁদ মন্দির।
