অভয়ার বিচারের দাবীতে ফের রাত দখল কর্মসুচি কোচবিহারে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রাতে মশাল মিছিলে সামিল হয় সিটিজেন ফর জাস্টিসের সদস্যরা।
শুক্রবার অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারে মশাল মিছিল সিটিজেন স ফর জাস্টিসের। উল্লেখ্য আজ এক বছর পূর্ণ হল আরজিকর মেডিকেল কলেজেও হাসপাতালের ধর্ষণকাণ্ডের। এরপরেও বিচার ব্যবস্থা সঠিক হয়নি, এই শ্লোগানকে সামনে রেখেই মশাল মিছিল শুরু করে সিটিজেন্স ফর justice সংগঠনের সদস্যরা। উল্লেখ্য গত ৮ ই আগষ্ট ২০২৪ এ কোলকাতার আর জি কর মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় প্রাতিষ্ঠানিক খুনের শিকার হতে হয়। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেছিল পুরো রাজ্য সহ গোটা দেশ। এই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আন্দোলনে সামিল হয় চিকিৎসক মহল থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ। অভয়ার বিচারের দাবীতে ফের এদিন রাত দখলের অভিযানে সামিল হয় সিটিজেন ফর জাস্টিসের সদস্যদের পাশাপাশি কোচবিহারবাসী।
