অবৈধ গরুপাচার রুখল পুলিশ। রাতের অন্ধকারে এশিয়ান হাইওয়েতে রুটিন টহলদারিতে পুলিশের সাফল্য।৬ টি গরু উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ।মঙ্গলবার রাত ২ টা নাগাদ ধূপগুড়ি ভেমটিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন পিক আপ ভ্যান পুলিশের নজরে আসে।পুলিশ পিছু নিতে বেপোরোয়া গতিতে পালানোর চেষ্টা করে গরু বোঝাই গাড়িটি।পুলিশ ঐ রেলওয়ে ওভারব্রিজ এলাকায় গাড়িটিকে আটক করলে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ছয়টি গরু।ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম মহঃ দুলাল।বাড়ি ময়নাগুড়ি এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতকে জিঞ্জাসাবাদে জানা গিয়েছে, গাড়িটি কোচবিহারের দিকে যাওয়ার চেষ্টা করছিল।পুলিশ ধৃতকে আদালতে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা।
