শুক্রবার বালুরঘাট পুলিশ লাইনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা ট্রাফিককে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জনসাধারণের স্বার্থে পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার লক্ষ্যে পাঁচটি অত্যাধুনিক মোটর বাইকের শুভ সূচনা করা হয় । শুক্রবার এই পাঁচটি অত্যাধুনিক মোটর বাইকের শুভ শুভ সূচনা করেন জেলা আরক্ষাধ্যক্ষ চিন্ময় মিত্তাল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ডি এস পি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডি এস পি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট সদর ট্রাফিক আই সি অরুণ কুমার তামাং সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা । পাঁচটি অত্যাধুনিক মোটর বাইকের মধ্যে বালুরঘাট সদরে দুইটি বাইক, ফুলবাড়ীতে একটি বাইক, গঙ্গারামপুরে একটি বাইক এবং হরিরামপুরে একটি বাইক জেলা ট্রাফিকের পক্ষ থেকে পরিষেবা দিবে ।
