অজগরের দংশন, চিকিৎসাধীন কোচবিহারের সমাজকর্মী বাইক অক্সিজেন ম্যান শংকর রায়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।
সোমবার রাতে কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনমোহন কলোনী এলাকায় দেখতে পাওয়া যায় এক বিশালাকার অজগর। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এই এলাকারই বাসিন্দা সমাজকর্মী শঙ্কর রায়। এই অজগর থেকে উদ্ধারের জন্য তিনি একাধিকবার ফোন করেন সর্প উদ্ধারকারীদের।

কিন্তু কোন কারণে কারো কাছ থেকেই সাড়া না পাওয়ায় এলাকাবাসীদের সাথে নিয়ে এই অজগর উদ্ধারের কাজে হাত লাগান তিনি। একটি নিকাশি নালা থাকে এই অজগর রাস্তার ওপর তোলার সময় আচমকাই শংকর রায়ের বাঁ হাতে দংশন করে এই অজগরটি। এরপর তড়িঘড়ি শংকর রায়কে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাতে প্রচন্ড ব্যথা রয়েছে তার, তবে ভয়ের কোন ব্যাপার নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা বলে জানান শংকর রায়।
এদিকে উদ্ধার হওয়া অজগরটিকে বস্তায় পুড়ে বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। জানা যায় এই অজগরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২০ফুট। সাধারণত বিভিন্ন বন সংলগ্ন এলাকায় এই অজগরের দেখা মেলে, কিন্তু লোকালয়ে এই অজগরের দেখা মেলায় কিছুটা হলেও আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের মধ্যে।