নদীয়ার তামান্না মৃত্যুর দোষীদের শাস্তির দাবি সহ একাধিক দাবীতে আজ SFI এর ডাকে SP অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছে। আর এই কর্মসূচীকে ঘিরে গোটা শহর জুড়ে রণসাজে সজ্জিত হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। Sp অফিসের ৫০০ মিটার আগেই তৈরী করা হয়েছে বাসের বেড়িগেট, তার আগেও রয়েছে পুলিশের গার্ডওয়াল, এ ছাড়াও SP অফিসের চারিধারেও করা হয়েছে বাশ দিয়ে গার্ডওয়াল তৈরি রয়েছে জল কামান সহ কয়েকশ পুলিশ কর্মী,সিভিক।
