NRC নোটিশ পাওয়া দিনহাটার রাজবংশী যুবক উত্তম কুমার ব্রজবাসি আসলে আসামের রেয়াবাড়ির বাসিন্দা। তিনি টেম্পোরারি বেসিসে পশ্চিমবাংলার বাসিন্দা হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকার চরম ভুল করে ফেলেছে আর সেই ভুল ঢাকবার জন্য বর্তমান তারা একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। কটাক্ষ মন্ত্রী উদয়ন গুহের।

প্রসঙ্গত দিনহাটা ২ নং ব্লকের সদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসিকে NRC নোটিশ পাঠিয়েছে অসম সরকার। আর তারপরেই উত্তম কুমার ব্রজবাসির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ময়দানে নেমে পড়ছিল তৃণমূল কংগ্রেস। এমনকি বিজেপির থেকে দাবি করা হয়েছিল উত্তম হয়ত কোনো দিন আসামে গিয়েছিল আর তার জন্যই তাকে নোটিস পাঠিয়েছে অসম সরকার। আর তারপরই অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্য বিজেপির বক্তব্যকে পুরোপুরি সমর্থন করল।