দুটি পৃথক দুর্ঘটনায় আহত তিনজন। শুক্রবার মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে একটি ট্রাক ও টোটো সংঘর্ষে দুইজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনা চলে যান মাথাভাঙ্গা থানার পুলিশ।

জানা গেছে এদিন কোচবিহারের দিক থেকে একটু ট্রাক আসছিল সেই সময় মাথা ভাঙার দিকে আসার সময় একটি টোটোকে ওই ট্রাক ধাক্কা মারে যার ফলে টোটো উল্টে গিয়ে দুজন আহত হয়। টোটো ও ট্রাক কে আটক করেছে পুলিশ। অপরদিকে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের মাথাভাঙ্গা কলেজ সংলগ্ন এলাকায় একটি টোটো একটি বাইককে ধাক্কা মারলে বাইকে থাকা আরোহী গুরুতর আহত হয়। জানা গেছে টোটো বাইক থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে পরে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । টোটো টিকে আটক করেছে পুলিশ।