ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে রাধা কৃষ্ণের বিগ্রহ চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর শনিবার রাতে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে রাধা কৃষ্ণের পিতলের যুগল মূর্তি ,দুটি গোপালের মূর্তি, একটি সিংহাসন, পিতলের একটি ঘণ্টা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনায় ঘোকসাডাঙ্গায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরের দিন সকাল ৯ টায় জানতে পারে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। অবশেষে রবিবার রাতেই লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালি বাড়ী এলাকা থেকে বিগ্রহ সহ এক মহিলাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বুলবুলি বিশ্বশর্মা নামের ধৃত মহিলা মানসিক ভারসাম্যহীন তার বাড়ী মাথাভাঙ্গা ২ ব্লকের পরোডুবি গ্রাম এলাকায় । রাতে মন্দির থেকে বিগ্রহ গুলি নিয়ে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালী বাড়ী গ্রামে তার বোন গীতা বিশ্ব শর্মার বাড়িতে যায় । রাতেই পুলিশ মানসিক ভারসাম্য হীন বুলবুলি বিশ্বশর্মাকে কালীবাড়ি গ্রাম থেকে বিগ্রহ সহ আটক করেন। নিয়ম মেনে পুলিশ বুলবুলি বিশ্ব শর্মাকে তুফান গঞ্জ মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই । পাপাপাশি এই ধরনের ঘটনার পর সামাজিক মাধ্যমে গুজব যদি কেউ রটায় তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার।