ফের উত্তেজনা বেসরকারি হাসপাতালের সামনে, চরম ধস্তাধস্তি পুলিশ ও পুলিশের ড্রাইভারের সাথে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার জুড়ে।
গতকাল কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের পাশে একটি বেসরকারি হাসপাতাল এর বিরুদ্ধে শিশু সন্তান বদলের অভিযোগ ওঠে, তবে এই অভিযোগ অস্বীকার করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে আজ কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডঃ সৌরদীপ রায় এর কাছে স্মারকলিপি দিল শিশুর আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা।

গতকাল দেখা গিয়েছিল সন্ধ্যা নাগাদ ওই বেসরকারি হাসপাতালের সামনে চরম উত্তেজনা দেখা যায় অবশেষে আজ দেখা গেল একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই গোটা এলাকায়।
দেখা যায় ওই শিশুর আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা এদিনও সেই বেসরকারি হাসপাতালের সামনে উত্তেজনা সৃষ্টি করে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পরবর্তীকালে দেখা যায় সেই পুলিশের সাথেই চরম ধস্তাধস্তিতে জড়িয়ে যায় ওই গ্রামবাসীরা।
এ বিষয়ে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন হাসপাতালের সামনে খানিকটা উত্তেজিত হয়েছে তবে পুলিশের কর্মীরা এসে হঠাৎ এ লাঠিচার্জের অর্ডার দেয় তবে। আমরা এখানে কথা বলছি কিন্তু পুলিশ এসে কেন লাঠিচার্জের অর্ডার দেবে ?