সোমবার সকালে ঐতিহাসিক ১৮ আগস্ট পালন করা হলো বিজেপির পক্ষ থেকে। গোটা ভারতবর্ষে যখন স্বাধীনতার আনন্দ নিচ্ছিল তখন বঞ্চিত ছিল পশ্চিমবাংলার এই বালুরঘাট তথা তদানিন্তন পশ্চিম দিনাজপুর জেলা। তখনই স্বাধীনতা সংগ্রামীদের চেষ্টায় বালুরঘাটের প্রশাসনিক ভবন বিপ্লবীদের অক্লান্ত পরিশ্রমে ও আন্দোলনের জেরে ইংরেজরা ভারতীয় পতাকা তুলতে বাধ্য হয়। এবং তারা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা স্বাধীন বলে ঘোষণা করেন ।তার পর থেকে বালুঘাটবাসি ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে। সেই দিনটি মাথায় রেখে বিজেপির পক্ষ থেকে বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী সোমবার জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি শুভ সূচনা করেন।
