ডুয়ার্সের চা বাগানে হাতির তাণ্ডব, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি শ্রমিকের বাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাধারানী চা বাগানে। এদিন খাবারের লোভে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে একটি বুনো হাতি রাধারানী চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। হাতিটি এলাকার শ্রমিক মাইকেল দার্জি, রেশমি বাড়াইক ও ধরম দাস গোসাই তিনজনের বাড়িতে আক্রমণ চালিয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে ও বাড়িতে থাকা খাদ্য সামগ্রী সবার করে নেয়।

এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শ্রমিকরা জানান বর্ষাকালে হাতি গ্রামে এসে তাণ্ডব চলায় ও বাসিন্দাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে। ঘটনার পর বারংবার ফোন করার সত্ত্বেও সময় মতো আসে না বনদপ্তরের কর্মীরা বলে অভিযোগ এলাকাবাসীর।