ভুটান সীমান্ত জয়গাঁ খোকলা এস এস বি ক্যাম্প অবধি যে পেভার্স ব্লকের সড়ক হচ্ছে সেই সড়ক নিয়ম অনুযায়ী নির্মাণের দাবি জানালো এলাকার বাসিন্দারা নচেৎ বৃহত্তর আন্দোলনে নামবে বলে তারা হুঁশিয়ারি দেয়। মূলতঃ সেণ্ট্রাল ডুয়ার্স এলাকার বাসিন্দাদের জন্য এই সড়কটি লাইফ লাইন বলা চলে কেননা ঐ এলাকার বাসিন্দারা এই সড়ক দিয়ে আসা যাওয়া করে।

সম্প্রীতি এই সড়কটি নির্মাণ কাজ শুরু হয় কিন্ত নির্মাণ কাজে দুর্নিতি হচ্ছে বলে তারা নির্মাণ কাজ আটকে দেয় এমনকি তারা জেলাশাসক কাছে এই নিয়ে ডেপুটেশন প্রদান করে। বাসিন্দা দের অভিযোগ ডেপুটেশন দেওয়ার পর ও আজ ওবধি কোনো আধিকারিক এলাকায় পরিদর্শনে আসেনি। বাসিন্দারা জানান সঠিক ভাবে এই সড়ক নির্মাণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব