মালদার মানিকচকের ভুতনীর বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। তার অভিযোগ ষড়যন্ত্র করে এই বাধ কাটা হয়েছে। অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্র কে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল। বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।
সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা বলেন, বিষয়টি খুব উদ্বেগের। তাদের আশঙ্কায় সঠিক প্রমান হলো। তাদের দাবী ছিল প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছিল তা টিকবে না। এদিন সকালে ফুলহার নদীর ভাঙনে তা ভেঙে যায়। যার জেরে ভূতনিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন তিনি বিধায়িকার বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন।

বিজেপি নেতা গৌড়চন্দ্র মন্ডল বলেন, সরকারের পরিকল্পনা বিহীন কাজের ফলে এই ঘটনা। পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ভূতনিবাসির সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি
মানিকচকের বিদায়িকা সাবিত্রী মিত্র বলেন, যে ভাবে কাজ করা হয়েছিল তা ভাঙার কথা নয়। রাতের অন্ধকারে রাজনৈতিক ফায়দা তুলতে বাধে লিকেজ করা হয় এবং বাধটি ভেঙে যায় বলে দাবী করেন তিনি।এদিন তিনি বিজেপি ও সিপিএমের দিকে অভিযোগ করেন।