রাতভর থেকে টানা বৃষ্টিতে জল মগ্ন দিনহাটা, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে দিনহাটা শহরের একাধিক রাস্তা পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে দিনহাটা শহরের একাধিক রাস্তা।

বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান রাতভর ভারী বর্ষনের জেরে এই জলবদ্ধতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন তিনি বলেন দিনহাটা পৌরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।