চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইসলামপুরের কালানাগিন এলাকায়।ঘটনায় গুরুতর আহত দুইজন।আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানাযায় উত্তরদিনাজপুরের ইসলামপুর ব্লকের কালানাগিন এলাকায় আদিবাসী জমি রক্ষা কমিটি চা বাগানের কাচা চা পাতা তুলতে গেলে সেখানকার স্থানীয় কিছু আদিবাসীরা তারা বাধা দেয়।এই বাধাকে কেন্দ্র করে জমি রক্ষা কমিটির লোক জন স্থানীয় বাসীন্দাদের মারধোর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় মহিলা সহ দুই জন গুরুত্বর আহত।মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নি আমরা
তবে অভিযোগ অস্বীকার করেছেন জমি রক্ষা কমিটির নেতা বাবলু বাস্কে।তিনি জানান এই জমি দীর্ঘদিন ধরে একটি কোম্পানির অধীনে ছিল, ২০১২ সালে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই জমি পুনরুদ্ধার করা হয়, এরপর এই আন্দোলনের সাথে যুক্ত থাকা সকলকেই দু বিঘে করে জমি ভাগ করে দেওয়া হয়, এত বছর পর ওই এলাকারই বেশকিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজ চা পাতা তুলতে বাধা দেয়,
অন্যদিকে আরেক পক্ষের অভিযোগ ২০১২ সাল থেকে জমি রক্ষা কমিটির লোকজনেরা এই জমি ভোগ দখল করে আসছে। তবে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, এখন তারা এই চা বাগানের পাতা তুলতে জমি রক্ষা কমিটির লোকজনদের বাধা দেয়, এরপরেই জমি রক্ষা কমিটির লোকজনেরা তাদের উপর চড়াও হয়, এতে তাদের মধ্যে মারাংমার মুর্মু সহ মোট দুজনকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।