পঞ্চানন বর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মাথাভাঙ্গা পঞ্চানন ভবনে সাংবাদিক করলেন পঞ্চানন স্মৃতি রক্ষা কমিটির।উপস্থিত ছিলেন দেবজিত বর্মা পঞ্চানন বর্মার আত্মীয়,পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতির সভাপতি খগেন্দ্র নাথ দাস,জীবন পোদ্দার সহ অন্যান্যরা।
বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরিন্দ্র নাথ বর্মন বলেন ৯ ই আগস্ট রাস মেলার মাঠে বিজেপির রাজ্য সভার সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ।

রাজবংশী সমাজের জাতির জনক পঞ্চানন বর্মাকে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন । নগেন বাবু বলেছেন পঞ্চানন বর্মা পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছেন।পঞ্চানন বর্মা ৪০০ পণ্ডিত কে ডেকে ধর্ম সভা করে রাজবংশী সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন।তিনি না জেনেই একথা বলেছেন। অনন্ত মহারাজের এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তা নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।এমনকি আগামীকাল খলিশামারতে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি করা হবে।পাশাপাশি আগামী ১৯ তারিখ মাথাভাঙ্গা শহরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।